টি-২০ বিশ্বকাপ চলাকালিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল ভারতের ওপেনার লোকেশ রাহুলের প্রেমবিষয়ক তথ্য।
বলিউড অভিনেতা সুনীল শেঠীর মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন রাহুল।
যদিও এই বিষয় নিয়ে দুই পক্ষের কেউই মুখ খুলছিলেন না। তবে এবার নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন লোকেশ রাহুল।
অভিনেত্রী আথিয়া শেঠীর জন্মদিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন ভারতীয় ওপেনার রাহুল যেখানে, সুনীল তনয়াকে ‘মাইল লাভ’ বলে উল্লেখ করেছেন তিনি।
লোকেশ রাহুলের সেই ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, হাসিমুখে আথিয়ার সঙ্গে দাঁড়িয়ে তিনি। ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘শুভ জন্মদিন মাই লাভ’। সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।
প্রেমিকের পোস্টে রিপ্লাই দিয়েছেন আথিয়াও। তিনি একটি লাল ভালোবাসা চিহ্ন (ইমজি) দিয়েছেন।
আমাদের ফেইসবুক Link :ট্রাস্ট নিউজ ২৪