
মুক্তির আগেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে স্পাইডারম্যান সিরিজের নতুন আরেক চমক ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এই মুভিটি।
মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডারম্যানকে ভিত্তি করে নির্মিত এ চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিওজ। ২০২০ সালের অক্টোবরে এর দৃশ্যধারণ শুরু হয় এবং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।
‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ মুভিটির নাম এবং প্রকাশের তারিখ ঘোষনার পর থেকেই এই মুভিটি ভক্তদের মধ্যে আলোড়ন দেখা দেয়। তাই টিকিটের চাহিদা এবং দর্শকদের সুবিধার বিষয়টি বিবেচনা করে প্রায় মাস খানেক আগে থেকেই ছবিটির টিকিট বিক্রি শুরু হয়।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, স্পাইডারম্যান সিরিজের এ বছরের ছবিটি নিয়ে বাংলাদেশেও উন্মাদনা শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে। এ কারণে মুক্তির আগেই টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।
এবারের সিরিজ ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। আর ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড এবং অন্যান্যদের মধ্যে রয়েছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪