প্রবল ধূলিঝড়ের মুখে পড়েছে চীনের রাজধানী বেইজিং। ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ধূলিঝড়ে হলুদ বর্ণের আকার ধারণ করেছে পুরো শহর। সোমবার হঠাৎ করেই মঙ্গোলিয়ান মালভূমি থেকে ধেয়ে আসা এই ধূলিঝড়ে বিপদের মুখে পড়ে বেইজিংবাসী।
বিপাকে পড়ে বন্ধ রাখা হয় চার শতাধিক ফ্লাইট। অবস্থা এমন হয়েছে যে দিনের বেলাতেও কিছু জায়গাতে লাইট জ্বালাতে হয়।
গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। গত এক দশকে এমন বিপর্যয় দেখেনি বেইজিংবাসী। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার বেইজিংসহ আশেপাশের এলাকায় এই ঝড় সম্পর্কিত সতর্কতাও জারি করে।
শুধু বেইজিং না, শহরটির চারপাশের কিছু এলাকা যেমন, গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও এই ধূলিঝড় দেখা গেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪