সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে বরখাস্ত করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল শুক্রবার তাকে বরখাস্তের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম (এসপিএ)। খবর আরব নিউজ।
এক টুইট বার্তায় এসপিএ জানিয়েছে, মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে পদত্যাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। ২০১৬ সালে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে, দেশটি প্রতিমন্ত্রী ইসাম বিন সাঈদকে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪