অবশেষে বহুল প্রত্যাশিত ও কাঙ্খিত করোনা ভ্যাকসিনের ৯৬ হাজার ডোজ দিনাজপুরে এসে পৌঁছেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় করোনা ভ্যাকসিন বহনকারী কাভার্ড ভ্যানটি।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় প্রথম ধাপে করোনা ভ্যাকসিনের ৯৬ হাজার ডোজ বহনকারী কাভার্ড ভ্যানটি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। পরে আনুষ্ঠানিকভাবে এসব ডোজ গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, করোনা ভ্যাকসিন (কোভিড ভ্যাকসিন) ইতিহাসের সাক্ষী। প্রাপ্ত করোনা ভ্যাকসিনের ৯৬ হাজার ডোজ গ্রহণের সাথে সাথে দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে জেলায় টিকাদানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারী রবিবার জেলায় সরকারীভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রথম ধাপে করোনার সম্মূখযোদ্ধাদের এই ভ্যাকসিন প্রদান করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণের জন্য চিকিৎসক, টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালসহ জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে। টিকাদানের জন্য চিকিৎসক, টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এরই মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৮টি, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রতিটিতে দু’টি করে সর্বমোট ৩৮টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দু’জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন করার পর টিকাগ্রহিতাকে মোবাইলে ক্ষুদে বার্তায় (মোবাইলে ম্যাসেজের মাধ্যমে) কখন ও কোথায় টিকা দেয়া হবে তা জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, সর্বশেষ ৩১ জানুয়ারী-২০২১ রবিবার দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ১০০ জন। আর বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে মাত্র ৩৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি ১৬ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২০ জন। ৩১ জানুয়ারী রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪