
অন্য লাইনে ঢুকে পড়লো ট্রেন, প্রাণে রক্ষা পেলেন শতাধিক যাত্রী
দিনাজপুর রেলওয়ে স্টেশনে একটি কমিউটার ট্রেন অন্য প্ল্যাটফর্মে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্ল্যাটফর্মের কিছুটা ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের শতাধিক যাত্রী।
গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে পয়েন্টসম্যানের ভুলে ৬২ ডাউন বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি অন্য প্ল্যাটফর্মে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দিনাজপুর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী লোকাল ট্রেনগুলোকে ২ নম্বর প্ল্যাটফর্মের ২ ও ৩ নম্বর লাইনে দাঁড় করানো হয়। কিন্তু দিনাজপুর ষষ্ঠীতলা রেলঘুন্টি প্রবেশপথের দায়িত্বে থাকা পয়েন্টসম্যান রফিকুল ইসলামের ভুলে দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। এসময় ইঞ্জিন, যাত্রীবাহী বগি স্টেশন প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা লাগে। এতে প্ল্যাটফর্মের ক্ষতি হয়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই প্রাণে রক্ষা পান যাত্রীরা। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিলেন।
এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার সুনিল কুমার বর্মণ (অবসরপ্রাপ্ত, বর্তমান চুক্তিভিত্তিক কর্মরত) কোনো মন্তব্য করতে রাজি হননি।
দিনাজপুর রেলওয়ে সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান বলেন, ঘটনার সময় তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন। তবে এ দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কারও অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪