দিনাজপুর সদরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (০৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার নতুন ভুষিরবন্দর বাজারের উত্তর পাশে আত্রাই নদী সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার রামডুবি ফুলবন এলাকার মোকসেদুল হকের ছেলে সাকিবুল ইসলাম সজীব (২০) ও আনিছুর রহমানের ছেলে মাজাহারুল ইসলাম (১৫)। তারা চাচাতো ভাই।
দিনাজপুর হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আত্রাই নদীর ওপর নির্মিত সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
আমাদের ফেইসবুক লিংক: ট্রাস্ট নিউজ ২৪