বঙ্গবন্ধু এর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে কোরআন তেলাওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন শহর ও কোতয়ালী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া-মাহফিলের আয়োজন করে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ।
স্বাস্থ্যবিধি মেনে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, ভাইস চেয়ারমান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সহ সভাপতি সত্য ঘোষ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম, প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলালসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাইসুল ইসলামসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
কোরআন তেলাওয়াত শেষে দোয়া-মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবার সদস্যদের আত্মার মাগফিরাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।