
জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন ও সাধারণ সদস্যবৃন্দের সমন্বয়ে গত ০৩/০৬/২০২১ইং তারিখে কার্যকরী কমিটির ২০২১-২২ইং ও ২০২৩-২৪ইং (৩৬ মাস) মেয়াদী নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। কিন্তু করোনা জনিত পরিস্থিতির কারণে উক্ত তপশীলের গত ০৯/০৬/২০২১ইং তারিখ হইতে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়।
বর্তমানে দেশব্যাপি করোনা জনিত পরিস্থিতির উন্নতী হওয়ায় এবং সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসায় জিয়া হার্ট ফউন্ডেশনের কার্যকরী কমিটি ৪ অক্টোবর ২০২১ইং তারিখের সভায় ইতিপূর্বে স্থগিতকৃত নির্বাচন পুনরায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করায় নি¤œ লিখিতভাবে পুন:নির্বাচন তপশীল ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন পত্র সংগ্রহ ৫ অক্টোবর ২০২১ইং- মঙ্গলবার হতে ৭ অক্টোবর ২০২১ইং- বৃহস্পতিবার পর্যন্ত (অফিস চলাকালীন সময়)। মনোনয়ন পত্র দাখিল ৮ অক্টোবর ২০২১ইং – শুক্রবার বিকাল ৪:০০ টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ৮ অক্টোবর ২০২১ইং – শুক্রবার বিকাল ৫ টা। বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর শুনানী ৯ অক্টোবর ২০২১ই শনিবার সকাল ১১:০০টা। প্রার্থী তালিকা প্রকাশ ৯ অক্টোবর ২০২১ই শনিবার বিকাল ৪টা। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (নোটিশ বোর্ডে) ১০ অক্টোবর ২০২১ইং রবিবার দুপুর ৩টা। নির্বাচন ঃ ভোট গ্রহন অনুষ্ঠান ১৬ অক্টোবর ২০২১ইং – শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
মনোনয়ন পত্র এর মূল্যে সভাপতি ১ (এক) জন ৫,০০০/- (অফেরৎ যোগ্য), সহ-সভাপতি ২ (দুই) জন ৫,০০০/- (অফেরৎ যোগ্য), সাধারণ সম্পাদক ১ (এক) জন ৫,০০০/- (অফেরৎ যোগ্য), যুগ্ন সম্পাদক ২ (দুই) জন ৩,০০০/- (অফেরৎ যোগ্য), কোষাধ্যক্ষ ১ (এক) ৩,০০০/- (অফেরৎ যোগ্য), সদস্য ১১ (এগার)জন ২,০০০/- (অফেরৎ যোগ্য)