
মোঃ নুর ইসলাম॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩০ অক্টোবর’২০২২ রোববার সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। এ সময় আরোও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা নেহেরুবা আক্তার, সদর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ শাহনাজ বেগম, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া সহ ব্যাটালিয়ন আনসার সদস্য ও ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ।
উল্লেখ্য যে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে দিনাজপুর জেলায় মোট ৩২৫টি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির শেষে জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট বলেন, এ সকল কার্যক্রম আমাদের সদর দপ্তরের নির্দেশনা অনুসারে পালন করে আসছি। আগামীতে যে সকল কর্মসূচি প্রদান করা হবে, সে সকল কর্মসূচি গুলো আমাদের জেলা কার্যালয় স্বতঃস্ফূর্তভাবে পালন করবে।