মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ “বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন খারাপ আসক্তির করব বর্জন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ ও ৯ জুন’২০২২ বুধবার ২ দিনব্যাপী সেণ্ট যোসেফস্ স্কুলে প্রযুক্তি ও বিজ্ঞান মেলা-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দুইদিনব্যাপী প্রযুক্তি ও বিজ্ঞান মেলা-২০২২ এর অনুষ্ঠানে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, হাবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাহাদাত হোসাইন খান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেণ্ট যোসেফস্ কনভেন্ট এর সুপিরিওর সিস্টার হেলেন গমেজ, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা সিস্টার রুমা পালমা, অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও এবং বিজ্ঞান মেলার আহ্বায়ক সহকারী শিক্ষক মোঃ আল আমিন।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রযুক্তি ও বিজ্ঞান মেলায় পদার্থ, রসায়ন, জীব-বিজ্ঞান, গণি, আইসিটি ও কৃষি বিষয়ে মোট ২৫০জন শিক্ষার্থী ১৫১টি প্রজেক্ট প্রদর্শন করে। এসকল অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্য থেকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৫টি গ্রুপের ২০জনকে পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
এসকল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেরী যাচিন্তা দাস বেলী, পিয়া মিঞ্জ ও রুমা সাহা।