১৫ডিসেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর আয়োজনে গ্রামীন জনযুব সদস্যদের নিয়ে জ্ঞান ব্যাবস্থাপনা কার্যক্রম সহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
জনযুব’র সভা প্রধান মোছাঃ মনিরা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী লিতুস কুবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান মোঃ সানিউল ইসলাম।
ধারণা পত্র পাঠ করেন যুব প্রতিনিধি পান্না রানী রায়। বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন জনযুব’র ফোকাল পার্সন মোস্তাফিজুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিট ব্যাবস্থাপক আবু তালেব ও নিরঞ্জন রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান পৃথিবীতে ১.২ বিলিয়ন এর বেশী যুবক আছে যার মধ্যে ৬০ভাগ এর বেশী বাস করে এশিয়া অঞ্চলে। এর মধ্যে ১০ থেকে ১৩ ভাগ যুবক বেকার। আমাদের দেশ বিপুল পরিমান গ্রামীন যুবদের দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষায় অভিগম্যতা খুবই সীমিত, সম্পদের অভিগম্যতাতেও সীমাবদ্ধতা আছে যেমন ভূমিতে এবং সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়াতে তাদের অংশগ্রহন কম। অন্যান্য অবস্থার প্রেক্ষিতে গ্রামীন যুবকরা ডি-স্কিলিং হয়ে যাচ্ছে যা বেকারত্বের একটা অন্যতম কারণ। টেকসই জীবিকা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য যুবদের গ্রামীনকরণকে অগ্রাধিকার দিতে হবে।