
“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” -এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫ডিসেম্বর বুধবার ঘাসিপাড়াস্থ এফপিএবি’র মিলনায়তনে পরিবার পরিকল্পনা দপ্তর দিনাজপুর এর আয়োজনে আগামী ১৮ থেকে ২৩ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম এর সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ডিষ্ট্রিক কনসালটেন্ট এফপিসিএসটি-কিউআইটি ডাঃ খাদিজা নাহিদ ইভা। আলোচ্যক হিসেবে আলোচনা করেন সন্মানিত অতিথি উপজেলা পরিষদ সদর, দিনাজপুরের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা পরিবার পরিকল্পনা অফিস দিনাজপুর এর মেডিকেল অফিসার (সিসি) ডাঃ রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ নওশাদ আলম সিদ্দীক।
অনুষ্ঠানে এনজিও প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন উথরাইর ইউনিয়নের এফপিআই আমানউল্লাহ সরকার, সদর স্বাস্থ্য পরিদর্শক মোঃ রশিদুল হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা পরিবার পরিকল্পনা অফিস দিনাজপুর এর প্রজেকশনিষ্ট অমল কুমার সরকার।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতিসাধন করাই পরিবার পরিকল্পনার লক্ষ্যে। স্বামী স্ত্রী মিলে আলোচনা করে তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে মিল রেখে কখন সন্তান গ্রহন করবেন এবং কতটি সন্তান নেবেন, দুটি সন্তানের মাঝে কত দিনের বিরতি দেবেন এবং সেই অনুযায়ী যথাযথ পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবার পরিকল্পনায় বিনিয়োগ অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করে এবং মা ও শিশু মৃত্যু কমাতে সাহায্য করে যা দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যবান, কর্মক্ষম জাতি গঠনে সহায়তা করবে।
আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর সারাদেশের মতো দিনাজপুরেও শুরু হচ্ছে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ। সেবা ও প্রচার সপ্তাহ সুষ্ঠ ও সুন্দার ভাবে পালিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধিদের সর্বাত্তক সহযোগিতা বিশেষ প্রয়োজন রয়েছে।