
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২১ ডিসেম্বর সোমবার রাতে দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বড়দিনের উৎসব ও বার্ষিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসকল অনুষ্ঠানের মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সর্বশেষে কেক কেটে বার্ষিক সমাপনী ও প্রাক-বড়দিন উৎসব ২০২১ পালন।
সমাপনী ও প্রাক-বড়দিন উৎসব ২০২১ পালন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, বিদ্যালয় শাখার সহকারি প্রধান শিক্ষিকা সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সি.আই.সি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগোরি সি.এস.সি ও প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে সি.আই.সি, সিনিয়র শিক্ষক কালিপদ রায়, আনসারুল হক, জুয়েল সরেন প্রমূখ।
আলোচনা সভায় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি দিনাজপুর ধর্মপ্রদেশের ড. সেববষ্টিয়া টুডু বলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ সাথে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য সহ প্রতিষ্ঠান টির শুভাকাঙ্ক্ষীরা বিগত সময়ে অর্থাৎ করোনা মহামারির সময় আপনারা শিক্ষার্থীদের অনলাইন সহ বিভিন্ন সময়ে ক্লাসের পাঠদান এবং শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মূল্যায়ন ক্রমান্বয়ে অব্যাহত রেখেছিলেন। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা অন্যান্য প্রতিষ্ঠান তুলনায় আমাদের শিক্ষার্থীরা কোন অংশে পিছিয়ে নেই। সেইসাথে প্রতিষ্ঠানের কো-কারিকুলাম এর সকল বিষয় নিয়মিত পরিচালনা করে এসেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। তিনি আরো বলেন আগামীতে আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি অব্যাহত রাখার জন্য আপনাদেও কাছে আমি আশাবাদী।