
দিনাজপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৭ জন আহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ নভেন্বর ) বিকেলে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আওয়ামী লীগের সম্মেলনের সময় এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় আহত হয়ে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় (৪৫)। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কবির (২৮), নিবারণ চন্দ্র রায় (৪০) এবং এনামুল (২২)। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা গিয়েছে, উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠিসোঁটা ও প্লাস্টিকের পাইপ নিয়ে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী জ্যোতিশ চন্দ্র রায়ের সমর্থক এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী আহসান হক মুকুলের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক প্রার্থী জ্যোতিশ চন্দ্র রায়সহ ৭ আহত হন। এ সময় পরিস্থিতির সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারো সম্মেলন শুরু হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪