
দিনাজপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
দিনাজপুরে স্ত্রীকে হত্যা করার অপরাধে রোজোয়ান সাদ্দাম (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেল ৪টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রোজোয়ান সাদ্দাম (২৬) নবাবগঞ্জ উপজেলার হরিপুর সোনামুড়ি গ্রামের হারুন-উর রশিদের ছেলে।
জানা গিয়েছে, ২ বছর আগে রোজোয়ানের সঙ্গে নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ সাবজান মিয়ার মেয়ে লায়লা খাতুনের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয় লায়লা খাতুনে পরিবার। বিয়ের পর থেকে রোজোয়ান সাদ্দাম আবার যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে লায়লা খাতুনকে নির্যাতন করতেন।
২০১৬ সালের ১০ জুলাই লায়লা খাতুন স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যান। এসময় রোজোয়ান আবার ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন । যৌতুক দিতে না পারায় রোজোয়ান সাদ্দাম তার স্ত্রী লায়লা খাতুনকে বাবার বাড়িতে রেখে চলে যায়। পরে স্থানীয়ভাবে মীমাংসা হলে ২৩ জুলাই লায়লা খাতুনকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান রোজোয়ান। ২৫ জুলাই সাবজান মিয়া জানতে পারেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। পরে সেখানে গিয়ে তিনি মেয়ের শরীরের বিভিন্ন যায়গায় আঘাতে চিহ্ন দেখতে পান। পরদিন তিনি মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ আসামি রোজোয়ানের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪