
পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে তীব্র গরমে শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে তীব্র গরমে হিটস্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) খনির অভ্যন্তরে হাসপাতালে সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম সিরাজুল ইসলাম নবাব (৩৫) । তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির অধীনে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গিয়েছে ।

হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।
জানা গিয়েছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিফটে শ্রমিক সিরাজুল ইসলাস দায়িত্ব পালন করেন। ডিউটি শেষে খনির অভ্যন্তরে শ্রমিকদের থাকার বাসস্থানে তার রুমে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অন্যান্য সহকর্মীরা তাকে খনির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪