দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে দুদিনব্যাপী কার্ডিয়াক ইন্টারভেনশনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর আন্তর্জাতিক মানের এই কর্মশালার যৌথ আয়োজক ছিল বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশন কোর্স ও হাসপাতালটির হৃদরোগ বিভাগ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কর্মশালাটি পরিচালনা করে।
এই কর্মশালায় অত্যন্ত জটিল ১০ জন রোগীর হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। কর্মশালার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় সায়েন্টিফিক সেশন।
অনুষ্ঠানে অংশ নেন এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ প্রায় ২০০ চিকিৎসক।
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বলেন, দিনাজপুরে এসে অত্যন্ত জটিল ১০ জন রোগীর হার্টের রিং প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি। এ জন্য খুব ভালো লাগছে।
আশা করা যায়, এই কর্মশালার মাধ্যমে উক্ত হাসপাতালে কর্মরত হৃদরোগ চিকিৎসকদের কার্ডিয়াক ইন্টারভেনশন সংক্রান্ত কাজে দক্ষতা বৃদ্ধি হবে।