দিনাজপুরের ফুলবাড়ীতে এক নেশাখোর পিতা নেশা করার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২২দিন বয়সী সূর্য্য মহন্ত নামে শিশু পুত্রকে হত্যা করেছে, সুভাশ মহন্ত (২৪) নামে এক নেশাখোর পাষন্ড পিতা। একই দিনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে স্ত্রী অনামিকা রানী (২০)।
নিহত নবজাতক শিশু সূর্য্য মহন্তের মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরেণ করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী অনামিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার সকাল ৭ টায় উপজেলার বারাই গ্রামে এই নির্মম ঘটনা টি ঘটে। ঘটনায় নেশাখোর ঘাতক পিতা সুভাশ মহন্তক গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাতক সুভাশ মহন্তের প্রতিবেশিরা বলে, ঘাতক সুভাশ মহন্ত পেশায় একজন অটো-রিক্সা চালক হলেও, সে বেশির ভাগ সময় অটো রিক্সা না চালিয়ে নেশায় মাতাল হয়ে থাকে আর প্রায়ই সময় নেশার টাকার জন্য স্ত্রীকে মার ডাং করে। একই ভাবে শনিবার সকালে নেশার টাকা না পেয়ে স্ত্রী, সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলে নবজাত শিশু মারা যা।
স্থানীয় প্রতিবেশীদের সহযোগীতায় নিহত নবজাতক শিশু সূর্য্য মহন্ত ও শিশুটির মা অনামিকাকে উদ্ধার করে, এবং ঘাতক সুভাশ মহন্তকে আটক করে পুলি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪