বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দিনাজপুরের কাহারোলের গড়েয়া বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ১৩ মাইল নামক গড়েয়া বাজারে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল আগুনে ভস্মীভূত ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার ফজলুর করিম জানান, কাহারোলের গড়েয়া বাজারে মোঃ মিজানুর রহমানের তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগে। পরে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৮-২০ লক্ষ টাকা হতে পারে বলে তিনি জানান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪