মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে “হেলমেট পড়ে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ এর বাস্তবায়নে ১৪ মার্চ হতে ২০ মার্চ ২০২১ হেলমেট ব্যবহারে সচেতনতা সপ্তাহ উপলক্ষে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেলমেট ব্যবহারে সচেতনতা সপ্তাহর উপর বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। রবিবার (১৪ মার্চ) হেলমেট ব্যবহারে সচেতনতা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা।
উক্ত হেলমেট ব্যবহারে সচেতনতা সপ্তাহের কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা বলেন, আমাদের এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে জনসাধারণ ও সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনায় একটি প্রাণ বিসর্জন হওয়া থেকে বিরত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ট্রাফিক পুলিশের প্রশাসন এটিএম তৌহিদুল ইসলাম, টি.আই আবু রায়হান সিদ্দিক, টি.আই শাহ্ আলম, টি.আই মোঃ হাসান আসকরী, টি.আই শফিউল আলম, টি.এস.আই আজাদ, সার্জেন্ট তৌহিদ, টি.এস.আই রিপন কাজী সহ ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োজিত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪