দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ (১১-৯৯৩৭) গাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হলেন, দিনাজপুরের বিরামপুরের বাকুন্দা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আবদুল করিম (২৫), আমিরুল ইসলামের ছেলে এনামুল হক(২০), পাবনার সাথিঁয়ার গোপীনাথপুর গ্রামের মাজেদের ছেলে আলম মিয়া (৪২)।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে গোপন সূত্রের ভিত্তিতে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি’) আজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে নুরজাহানপুর মহিলা মাদ্রাসা নামক স্হানে বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী ওই গাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪