আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবক ও যুবতীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও মহিলাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হিলির বিরামপুর পৌর এলাকার রেলস্টেশন এলাকার ঢাকা বোর্ডিং নামের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, রেলস্টেশন এলাকায় ঢাকা বোর্ডিং নামের এক আবাসিক হোটেলের বিরুদ্ধে বেশ কিছু দিন থেকে দেহব্যবসা করার অভিযোগ আসছে। এমন অভিযোগে বুধবার রাত নয়টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবক ও যুবতীকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও যুবতীকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪