
দিনাজপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮
দিনাজপুরের বিরামপুরে ভ্যানচালক কোবাদ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগে আপন খালাসহ ৮ জনকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পৌর শহরের পূর্বপাড়াসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: বিরামপুর পূর্বপাড়া (প্রফেসরপাড়া) মহল্লার বেলালের ছেলে হিমেল (২৩), মৃত আবু হোসেনের ছেলে শওকত (৪০), মৃত কাছাবের স্ত্রী জাহেরা (৫০), মৃত নূরল ইসলামের স্ত্রী অমেলা (৬৩), মৃত মোজাফফরের স্ত্রী সুবেরা (৬০), রফিকুলের স্ত্রী নিহারা (৪৬), রবিউলের স্ত্রী নাজমা (৪৫) ও তাহাজুলের স্ত্রী প্রেমা (১৮)।
মামলা সূত্রে জানা যায়, বসতবাড়ির জায়গা নিয়ে কলিমুদ্দিন শেখের ছেলে কোবাদ হোসেনের সঙ্গে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারের বিরোধ চলছিল। বিরোধের একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত তিনজনসহ আরও কয়েকজন মিলে কোবাদ হোসেনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে কুলসুমা বেগম ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নারীসহ ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহতের মেয়ে থানায় মামলা করলে পুলিশ ৬ নারীসহ ৮ জনকে গ্রেফতার করে। শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪