
দিনাজপুরে মুখোশধারীর ককটেল হামলা, ২ পুলিশ সদস্য আহত
দিনাজপুর শহরের পুলহাট রূপণ ওয়েল মিল এলাকায় পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাত মুখোশধারীরা। এতে ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর শহরের পুলহাট এলাকার রূপণ ওয়েল মিলের অদূরে একটি রাইস মিলের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- কোতোয়ালি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল অচিন্ত্য কুমার রায় ও দীপক চন্দ্র।
কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল দিনাজপুর শহরের পুলহাট রূপণ ওয়েল মিল এলাকায় একটি রাইস মিলের কাছে যায়। সেখানে অবস্থানরত মুখোশধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে টহল পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
এতে সংঘবদ্ধ মুখোশধারী নাশকতাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও বেশ কিছু ইটপাটকেল উদ্ধার করে। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি মো. ফরিদ হোসেন আরও জানান, আহত দুই পুলিশ সদস্যকে দিনাজপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪