২৩ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশন আহবায়ক কমিটির প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশ অস্থায়ী কার্যালয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি নিয়ম মেনে সংগঠনের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাংগঠনিক কর্মকান্ড, সংগঠনের উন্নয়নবৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব রেডন আইটি’র মকিদ হায়দার শিপন।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্রিমার্স আইটি ইন্সটিউট’র মোঃ লিটন কবির, জিও সফট’র শামিম আহমেদ শাহ্, রাইজিং স্টার আইটি’র আবুল কালাম আজাদ, আইটি পয়েন্ট,র মারুফ মোর্শেদ, আইটি এরেনা’র অমিত সিং, আইটি ভ্যানিলা’র আল মাসুদ, দূর্বার আইটি সল্যুশন’র আনারুল ইসলাম, হার্মিং বার্ড আইটি’র মহিউল ইসলাম রনি, সভা টেক আইটি’র সবুজ থিউটোনিয়াম বিশ্বাস প্রমূখ।
সংগঠনের আহবায়ক রাফু সফট্’র রাফায়েত হোসেন রাফু ব্যবসায়ী কাজে দেশের বাইরে থাকায় তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সংগঠনের উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন সভা শেষে সমাপ্তি ঘোষনা করেন