
পার্বতীপুরে মাটির নিচে পুঁতে রাখা ছিল রেললাইনের পাত
দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া রেললাইনের পাত উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত মধ্যরাতে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে রেলের পাত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ির পাশে মাটির নিচ থেকে ৯৮টি রেলের পাত উদ্ধার করা হয়। এসময় এগুলো অবৈধ মজুতের অভিযোগে বাড়ির মালিক রনজিত রায়কে গ্রেফতার করে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন : দিনাজপুরে মাদক জব্দ করতে গিয়ে রক্তাক্ত পুলিশ
পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিব রেললাইনের পাত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪