
মাদক জব্দ করতে গিয়ে রক্তাক্ত পুলিশ
দিনাজপুরের বিরামপুরে সাদা পোশাকে মাদক জব্দ করতে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মেহেদি হাসান নামে এক পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় ভারতীয় সীমান্তের কাছেই এ ঘটনা ঘটে। আহত মেহেদি হাসান বিরামপুর থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, বুধবার রাতে বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় সাদা পোশাকে মাদক জব্দ করতে আসেন বিরামপুর থানার তিন সদস্য। পরনে পুলিশের পোশাক না থাকায় স্থানীয় বেশ কয়েকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। এতে পুলিশ সদস্য মেহেদি হাসান নাকে আঘাত পেয়ে আহত হন। পরে পুলিশের অন্য সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় মাদকের কারবার চলছে। এমন সংবাদে সেখানে উপস্থিত হলে স্থানীয় বেশকিছু মানুষ আমরা পুলিশ নয় বলে প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত লোকজন বাগবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে কনস্টেবল মেহেদি নাকে কিছুটা আঘাত পেয়ে রক্তাক্ত হয়।
তবে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, আমাদের লোকজন স্থানীয়দের ঝগড়া নিরসন করতে গিয়ে আহত হয়েছে। এর বেশি তেমন কিছু না।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪