দিনাজপুরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.মোফাজ্জল হোসেন দুলাল’র নেতৃত্বে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিয়ে মিছিলটিকে আটকে দেয়।
পরে দলীয় কার্যালয়ের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক আলহাজ মাহবুব আহম্মেদ, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল মিলন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, মুক্তিযোদ্ধা দল নেতা অধ্যাপক মোঃ কামরুজ্জামান, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আব্দুল হালিম, দিনাজপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ মোঃ সোলায়মান মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি রায়হান সরকার মিন্টু, মঞ্জুর মুর্শেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছা- সেবক দলের সভাপতি মোঃ মজিবর রহমান মজিব, যুগ্ম সম্পাদক আবু সাঈদ মজুমদার, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আলী, প্রচার সম্পাদক মোঃ নয়ন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪