দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৪ প্রার্থীসহ মোট ৮৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক জানান, বুধবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৪ প্রার্থীসহ মোট ৮৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার বিকেলে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক ও সদর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল ৫ জন মেয়র ও ৮২ জন কাউন্সিলর প্রার্থীর হাতে নির্ধারিত প্রতিক তুলে দেন। এ সময় জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর পৌরসভায় মেয়র পদে ৫ প্রার্থী হলেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর) ও বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ), আওয়ামী লীগের মেয়র প্রার্থী দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ (নৌকা), জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোঃ হাবিবুর রহমান রানা (হাতপাখা) ও কমিউনিষ্ট পার্টি মোঃ মেহেরুল ইসলাম (কাস্তে)।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪