
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা হলেন মাসুদ হাসান (১৮) এবং রাকিব হোসেন (১৭)।
মাসুদ হাসান দিনাজপুর জেলা সদরের ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। জ্বর নিয়ে বাড়িতে ফেরার পর তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল মাসুদ হাসান।
রাকিব হাসান চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ও যশাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। তিনিও ঢাকায় থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হন।
সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক জানান, দিনাজপুরে এ পর্যন্ত ৩৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে দুইজন মারা গেছে। ৩১৬ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। ৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।