
দিনাজপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
শত সংগ্রামের অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে দিনাজপুর শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে শেষ হয়।
র্যালিতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
দিনাজপুর প্রেসক্লাব চত্ত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একে একে সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪