দিনাজপুরে অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার শশরা ইউনিয়ন পরিষদ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ ও শংকরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩টি ইউনিয়নের অসহায়দের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দিনাজপুর সদর উপজেলায় প্রায় ৭০ হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে ।
ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, উপ-সচিব মোরারজি দেশাই, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী রানা, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল ও শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রমুখ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪