
স্টাফ রিপোর্টার \ সংক্রমণের হার কিছুটা নমনীয় হলেও বর্তমানে মৃত্যুর মিছিল থামছে না। হাসপাতালে ভর্তির পাশাপাশি দিনাজপুরে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর বোচাগঞ্জে একজন এবং পার্বতীপুরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩ জন। তবে একই সময়ে করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দিনাজপুর জেলায় ৩৯৭টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৭৮ শতাংশ। আজ বুধবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুর জেলায় হোম আইসোলেশনে রয়েছে ১০৫২ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীসহ করোনায় ভর্তি রয়েছেন ২৩২ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১১৬৪ জন রোগী।
উল্লেখ্য, দিনাজপুরে করোনা আক্রান্ত ৬৯ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২২৬৬ জন, ২২৩ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ১০৮৬৯ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ২৩৩ জন।