
দিনাজপুর : বিরলে মৌমাছির চাক কাটতে গিয়ে মৃত্যু
দিনাজপুরের বিরলে মৌমাছির চাক কাটতে গিয়ে আব্দুল জলিল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ৮নং ধর্মপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে এঘটনা ঘটে।
মৃত আব্দুল জলিল কমলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, জলিল একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে মৌমাছির চাক কাটতে গেলে মৌমাছির ছোবলে নিচে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসলে হৃদক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।