বিশ্বের বিভিন্ন দেশে এমন উদ্ভিদ আছে যেগুলো প্রাণী খেয়ে জীবনধারণ করে । এমন উদ্ভিদ বাংলাদেশেও আছে শুনলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তবে অবিশ্বাস্য মনে হলেও সত্য, এমন উদ্ভিদের সন্ধান মিলেছে দিনাজপুরে।
সেই উদ্ভিদের নাম সূর্যশিশির; এক প্রকার মাংসাশী উদ্ভিদ। সূর্যশিশিরের পাতাগুলো ছোট আর গোলাকার। উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদের উৎকৃষ্ট উদাহরণ। এর বৈজ্ঞানিক নাম হলো ‘ডোসেরা রোটানডিফোলিয়া’।
দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাাসে প্রতি শীত মৌসুমে এই উদ্ভিদের দেখা মেলে। এবারও দেখা গেছে। তবে উদ্ভিদটি বংশবিস্তার কমিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিদটি বিলুপ্তির তালিকায় আছে।
দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কলেজের জীববিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে পুকুরের পশ্চিম পাড়ে সূর্যশিশির ফুটে আছে। ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী উদ্ভিদটি নিয়ে আলোচনা করছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট আকারের এই উদ্ভিদটি মাত্র ৩.৫ ইঞ্চি (৮ সে.মি.) চওড়া। এর পাতাগুলো ছোট এবং গোলাকার। গ্রীষ্মকালে গোলাকার পাতাগুলোর উঁচু কান্ডগুলোতে সাদা সাদা ফুল ফোটে। সূর্যশিশিরের পাতাগুলোকে উজ্জ্বল লাল রঙের দেখায়। মনে হয় ওগুলোর ওপর শিশির কণা চিকচিক করছে। লালচে শিশির বিন্দু দ্বারা আবৃত পাতাগুলো আসলে পোকামাকড় ধরার ফাঁদ। সূর্যশিশিরের পাতাগুলো বিভিন্ন উচ্চতার ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বোঁটা দিয়ে ঢাকা থাকে। প্রত্যেকটি বোঁটার ওপর থাকে অতি ক্ষুদ্র একটি গ্রন্থি বা অঙ্গ। যা এক ধরনের স্বচ্ছ আঠালো তরল পদার্থ উৎপন্ন করে। এই তরল পদার্থটি বোঁটাগুলোর ওপর শিশির বিন্দুর মতো জমা হয়। তরল নিঃসরণকারী গ্রন্থিটি দেখতে লাল বলে এর ওপরের তরল পদার্থটিও লালচে বলে মনে হয়। সূর্যশিশির এক ধরনের সুগন্ধও বাতাসে ছড়ায়। মাছি ও অন্যান্য পোকামাকড় উজ্জ্বল লাল রঙ, শিশির বিন্দু আর সুগন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে। কিন্তু পোকাগুলো গাছটির পাতার ওপর নামামাত্রই উঁচু বোঁটায় থাকা তরল পদার্থে আটকে যায়। এসব প্রাণী খেয়েই বেঁচে থাকে এই উদ্ভিদ।
কলেজের শিক্ষার্থী আপন মাহমুদ বলেন, ‘মাছি ও অন্যান্য পোকামাকড় খেয়ে এই উদ্ভিদ বেঁচে থাকে। সব উদ্ভিদ, প্রাণী এবং বৃক্ষ পরিবেশ রক্ষায় কাজ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এগুলোকে সংরক্ষণ করা জরুরি।’
এ বিষয়ে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা জানি উদ্ভিদ বা গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য পরিশোষণ করে বেঁচে থাকে। পৃথিবীতে প্রাণীখেকো উদ্ভিদের মধ্যে সূর্যশিশির একটি। এই উদ্ভিদের পাতায় নিঃসৃত কন্ট্রাক্টার হেয়ার জাতীয় আঠার সঙ্গে রাতে শিশির জমে যায়। সূর্যের আলোতে তা চিকচিক করে। এজন্যই মূলত এই উদ্ভিদের নাম হয়তো সূর্যশিশির। এই উদ্ভিদ থেকে এক ধরনের গন্ধে আকৃষ্ট হয় প্রতঙ্গ। ফলে প্রতঙ্গরা এই উদ্ভিদের কাছে এলেই আটকে যায়। আটকে যাওয়ার পর যত বেশি নড়াচড়া করে ততই পাতার কাঁটায় বাঁধা পড়ে। পরিশেষে প্রতঙ্গটি পরিশোষণ প্রক্রিয়ায় তাকে ভক্ষণ করে। এর জীবনকাল খুব কম। জানুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি। মরু অঞ্চলে এই উদ্ভিদের জন্ম বেশি হয়।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪