দিনাজপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রবিবার (২০ ডিসেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে মেয়র ও কাউন্সিলরসহ মোট ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউিনিষ্ট পার্টি ও স্বতন্ত্রসহ ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯ ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্চাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল জানান, দিনাজপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯ ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বিএনপির বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের রাশেদ পারভেজ, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোঃ হাবিবুর রহমান রানা, কমিউিনিষ্ট পার্টি মোঃ মেহেরুল ইসলাম, স্বতন্ত্র মোঃ তহিদুল হক সরকার ও অপর স্বতন্ত্র প্রার্থী কাজী মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়া ১২টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৭০ জন ও ৪টি সংরক্ষিত আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারী দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪৯টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২৬ ও মহিলা ভোটার ৬৭ হাজার ৭৭৭ জন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪