তিন গাইনি চিকিৎসকের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরে চিকিৎসক সমাজ।আজ রবিবার ( ৮ জুলাই ) অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের আহ্বানে এবং ওজিএসবি দিনাজপুরের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
গাইনি চিকিৎসক ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ এফ এম নুরউল্যাহ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. সারওয়ারুল ইসলাম মুক্তা, ওজিএসবি দিনাজপুর ব্রাঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক গাইনি বিশেষজ্ঞ ডা. ইশরাত শারমীন, কোষাধ্যক্ষ গাইনি বিশেষজ্ঞ ডা. আরজু শামীমা রহমান, সার্জারি বিভাগের সন্দিপন চক্রবর্তী, ডা. শাহাজাহান শাহীন, নিউরো সার্জারি বিভাগের ডা. মোর্শেদুর রহমান মোর্শেদ, ইউরোলজিস্ট ডা. নিকোলাস চন্দ্র, ডা. সমিরন কুন্ডু, ডা. শেখ ফরিদ, ডা. ফাতেমা ফারজানা, ডা. মাসতুরা বেগম, ডা. ফাল্গুনি চক্রবর্তী, ডা. রেজা, ডা. মোহিনী, ডা. রুবায়েতসহ সর্বস্তরের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪