দিনাজপুরের চিরিরবন্দরে নৈশপ্রহরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের ঝাড়ুয়াপাড়ার ঢেনা হেমব্রমের ছেলে ও নিহতের ভাতিজী জামাই রবিন হেমব্রম (৪০) ও রবিন হেমব্রম ছেলে রয়েল হেমব্রম (১৬)।
লাশ উদ্ধারের পর এ ঘটনায় নিহত ফিলিমন সরেনের বড় ছেলে আমিন সরেন বাদী হয়ে ৭ জুলাই থানায় একটি মামলা করেন।
এর আগে, চিরিরবন্দরের পুনট্টি ইউপির গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ও ওই ইউপির ঝাড়ুয়াপাড়ার ফিলিমন সরেনের (৬০) মরদেহ গত শুক্রবার দুপুরে তার বাড়ি হতে অর্ধ-কিলোমিটার দূরে এক বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকারীদের লোকেশন চিহ্নিত ও সনাক্ত করে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের অভিযোগে রবিন হেমব্রম ও তার ছেলে রয়েল হেমব্রমকে আটক করে। তাদের দেয়া তথ্যে হত্যার কাজে ব্যবহৃত রড, রক্তমাখা জামা কাপড়, বাঁলিশ, কর্মস্থলের চাবি, বাঁশের লাঠি, রক্তমাখা পলিথিন ব্যাগসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তারা হত্যার দায় স্বীকার করে গত শনিবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪