
দিনাজপুরে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩
দিনাজপুর সদরের ব্যাঙকালি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, চালক সেটি বেপরোয়া চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ২১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রিক্তা আক্তার (২৩) নামের এক যাত্রী বলেন, চালক বেপরোয়া চালাচ্ছিলেন। যাত্রীরা আস্তে চালানোর জন্য বললেও তিনি কথা শোনেননি।
রিতা ঠাকুরগাঁও থেকে ৫ দিন বয়সী এক সন্তানকে নিয়ে গতকাল সন্ধ্যায় আহসান পরিবহনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন রিতার শ্বশুর আকবর আলী ও শাশুড়ি সোনাবানু। রাত ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার রামডুবি ব্যাংকালী এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
রিতা আরও বলেন, তাঁর ডান পায়ের ঊরুতে লোহার একটি রড ঢুকে যায়। তাঁর সন্তানের মাথা ও পায়ে আঘাত লাগে। তিনি ও তাঁর নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন। রিতাসহ বিভিন্ন বয়সী ১৯ জন আহত ব্যক্তি এ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

নিহত ৩ জন হলেন পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া এলাকার আবদুর রহিম (৪২), বোদা উপজেলার থানাপাড়া গ্রামের রাকিবা বেগম (২১) ও বাসের চালকের সহকারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার সেকেন্দার আলী (২৫)।
নাম না জানা অন্য এক বাসযাত্রী বলেন, গতকাল সন্ধ্যায় রংপুর যাওয়ার জন্য ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে ওই বাসে উঠেন সে । তিনি বলেন, ‘বেপরোয়াভাবে বাসটি জোরে চালাচ্ছিলেন চালক, । পেছন থেকে যাত্রীরা গাড়ি আস্তে চালানোর জন্য বলতেছিলাম। তিনি কারও কথাই শুনছিলেন না। এমন জোরে চালাচ্ছিলেন যে সামনের সিটে বারবার ধাক্কা খাচ্ছিলাম। কিছু বঝে ওঠার আগে বাসটি একটি গাছের সথে ধাক্কা লাগে এবং আমার মাথায় জোরে ধাক্কা লাগে।’
বাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক আল হেলাল বলেন, আহসান পরিবহনের বাসটি দশমাইল হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানা–পুলিশের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাসের চালক পলাতক।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪