দিনাজপুরে আরো ১৩ জনসহ এ পর্যন্ত ৪০৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৩৭৯৮ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪০৭০ জনের মধ্যে ৩৭৯৮ জন সুস্থ ও ৮৭ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৮৫ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪০৭০ জনে। একই সময়ে নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৩৭৯৮ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, বিরলে একজন, বীরগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন ও পার্বতীপুর উপজেলায় দুইজন। বৃহস্পতিবার আক্রান্তের হার ছিল ১০ দশমিক শূন্য শতাংশ।
জেলায় আক্রান্ত ৪০৭০ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২০৪২ জন। এছাড়া বিরলে ২৫৯ জন, বিরামপুরে ৩০৭ জন, বীরগঞ্জে ১৩২ জন, বোচাগঞ্জে ১১৮ জন, চিরিরবন্দরে ১৮৮ জন, ফুলবাড়ীতে ১৪৬ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৩ জন, খানসামায় ১০১ জন, নবাবগঞ্জে ১২০ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৪৬ জন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১৩৫টি নমুনাসহ এ পর্যন্ত ২৬০৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১২১টি এ পর্যন্ত ২৫১৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৫৫ জনসহ এ পর্যন্ত ২৭১১৭ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৫৯৯৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৫৮ জন ও ২৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪