দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪০১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১১ জনসহ এ পর্যন্ত ৩৭৩৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪০১৭ জনের মধ্যে ৩৭৩৭ জন সুস্থ ও ৮৬ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৯৪ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪০১৮ জনে। একই সময়ে নতুন ১১ জনসহ এ পর্যন্ত ৩৭৩৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে সদর উপজেলাতে ৫ জন।
এছাড়া বিরামপুরে দুইজন, বীরগঞ্জে ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় দুইজন। রবিবার আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৫ শতাংশ। জেলায় আক্রান্ত ৪০১৭ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২০১২ জন। এছাড়া বিরলে ২৫৬ জন, বিরামপুরে ৩০৭ জন, বীরগঞ্জে ১২৭ জন, বোচাগঞ্জে ১১৬ জন, চিরিরবন্দরে ১৮৭ জন, ফুলবাড়ীতে ১৪৩ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৩ জন, খানসামায় ১০০ জন, নবাবগঞ্জে ১২০ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৩৮ জন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ২৬৯টি নমুনাসহ এ পর্যন্ত ২৫৫৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৬টি এ পর্যন্ত ২৪৬৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৪৪ জনসহ এ পর্যন্ত ২৬৮৯৬ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৮ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৫৭০৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৬ জন ও ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪