দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে রাস উৎসবের উদ্বোধন করেন।
এ সময় তিনি কলেন, ভাস্কর্য একটি জাতির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। এই ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা মূলত এদেশের কৃষ্টিকে বিনষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐতিহ্য রক্ষার স্বার্থে এই প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে। মনোরঞ্জন শীল গোপাল এমপি আরো বলেন, সরকারের বিরুদ্ধে গঠনমূলক বিরোধিতার সুযোগ না পেয়ে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোমলমতি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটি মহল বিভিন্ন জায়গায় দেবোত্তর সম্পত্তি বিশেষ করে শ্মশানগুলি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে। এই দখলকারীদের কোন ধর্ম থাকে না, কোন জাত থাকে না, কোন বর্ণ থাকে না। এদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র ট্রাস্টি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ দেবোত্তর এস্টেট’র এজেন্ট রণজিৎ সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ প্রমূখ।
রাস মেলার আয়োজক কমিটি জানায়, প্রতি বছর রাস উৎসব উপলক্ষে মাসব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। লাখ লাখ ভক্ত ও পুন্যার্থীর আগমন ঘটে। কিন্তু এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কোন মেলা হচ্ছে না। তবে সংক্ষিপ্ত আকারে রাস উৎসব পালিত হবে। এর আগে মন্দিরের ফটকে ফিতা কেটে রাস উৎসবের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।