
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা!
বর্তমান সাইফ-কারিনা দুজনই ফ্রি আছেন। আর তাই পরিবারের সবাইকে নিয়ে লন্ডন গিয়ে সময় কাটাচ্ছেন তিনি।
এরই মধ্যে লন্ডনে তোলা বেবি বাম্পের বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি আবার সুখবর আসছে? তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন কারিনা ?
যদিও সাইফ-কারিনা তাদের সন্তান আগমন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ।
কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সাইফের একটি ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন কারিনা। কারিনা অন্তঃসত্ত্বা বলেই সাইফ বিশেষভাবে যত্নবান হচ্ছেন, এমন কথাও তুলছেন অনেকে।
ছবিতে কারিনা লিখেছিলেন— শেফ সাইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রোববার ছিল বটে!
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪