দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে এবার একসঙ্গে প্রায় ২ লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। শান্তিপূর্ণভাবিই বৃহৎ এ জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি সেখানে আগত মুসল্লিরা।
মেঘ-বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন এ ঈদগাহে। ঠিক সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত।
বৃহৎ এ জামাতে অংশ নেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, সাধারণত ঈদুল আজহায় মুসল্লি কম হয়ে থাকে। কিন্তু এবার পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেনে থাকায় মুসল্লি কমেনি। বৈরি আবহাওয়ায়ও দুই লাখ ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করেছেন এ জামাতে।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, এবার ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় হওয়ায় দূর-দূরান্তের মুসল্লিরা অংশগ্রহণ করতে পেরেছেন। নামাজ আদায় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা।
বিশেষ ট্রেনে নামাজ আদায় করতে এসেছিলেন ঠাকুরগাঁও থেকে আবুল কালাম আজাদ (৬৫)। তিনি জানান, এ জামাতের কথা আগে শুনেছি। এখানে নামাজ আদায় করতে পেরে খুশি। এতো মুসল্লির সঙ্গে নিয়ে প্রথমবার ঈদের নামাজ আদায় করলাম।
দিনাজপুর স্টেশন সুপার একে এম জিয়াউর রহমান জানান, পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেনগুলো সকাল সোয়া ৭টায় এবং পৌনে ৮টায় দিনাজপুর স্টেশনে এসে পৌঁছায়। সকাল সাড়ে ৯টায় পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪