দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বৈগ্রাম মাস্তুর মোড়ে তেলবাহী ট্যাংক লরির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী জাহিদ ইকবাল (২৭), নিহত হয়েছেন। তিনি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফরমান আলীর ছেলে।
গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে পার্বতীপুর থেকে জ্বালানির তেল নিয়ে একটি ট্যাংক লরি বিরামপুর যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের সংঘর্ষ হলে আরোহী জাহিদ গুরুতর আহত হন। তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮.৩০ মিনিটে তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্যাংকলরিকে আটক করেছে। লরির চালক ও হেলপার পলাতক রয়েছেন। বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মোঃ সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪