পৌরসভার স্বাদ গ্রহন করতে যাচ্ছে নবাবগঞ্জ বাসী, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। করোনাকালে নিরন্তর নিজ এলাকার সাধারণ মানুষের কল্যানে এম পি শিবলী সাদিক কাজ করতে করতে অসুস্থ্য হয়ে পড়েন।
তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে গত কয়েকদিন আগে ঢাকায় ফেরে। মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নিজ এলাকা নবাবগঞ্জ ডাকবাংলো চত্তরে এসে পৌছিলে এক গণ-জোয়ারের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষেরা তাকে এক নজর দেখার জন্য উপচে পড়ে। পথ সভায় এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।