দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার নরায়নপুর গ্রামের অসহায় বৃদ্ধ সাহেদা বেওয়া আজ থেকে ২৬ দিন আগে নির্বাহী অফিসারের কাছে এসেছিলেন বিচার চাইতে, মহিলা ছেলে মেয়ে তাকে নির্যতন করেন । নেই তার থাকার জায়গা ।
ইউএনও মহিলার কথা শুনো ঘর করার জন্য এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা প্রদান করেন। আজ হঠাৎ ঐ মহিলা ইউএনওর গাড়ী রাস্তায় দেখতে পেয়ে গাড়ী দাঁড় করিয়ে বলেন, মা তোমাক আল্লাহ দীর্ঘ দিন বাচে থুক । মুই তোমার কারণে অনেক সুখে আছো । মোর ছেলেমেয়ে মোকে অনেক আদার করে ।