দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫৮ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক পাঁচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার আসামীরা হলো, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের সোহরাব আলীর ছেলে হাফিজুর রহমান (৩৯)। সে নাবিল পরিবহনের সুপারভাইজার। অপরজন পার্বতীপুর উপজেলার যশাই সৈয়দপুর গ্রামের মানিক ইসলামের ছেলে লিমন ইসলাম (২৩)। সে নাবিল পরিবহনের হেলপার।
আজ রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার সময় উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশিদ আলম, হাবিবুর রহমান, ফজলার রশিদ ও ফারুকুজ্জামান সহ ঘোড়াঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল ঢাকা-দিনাজপুর মহাসড়কের খেতাবমোড় (থানামোড়) এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় দিনাজপুর থেকে আগত ঢাকাগামী নাবিল কোচ (মেট্রো-ব-১৪-২৩৯২) থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের উপর বাংকারের ভিতরে পৃথক দুটি ব্যাগ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে ফেন্সিডিল পাঁচারের অভিযোগে গাড়ীটির দুজন কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছেন যে, তারা দুজন যোগসাজসে নাবিল পরিবহনের সুপারভাইজার ও হেলপার চাকরীর আড়ালে দীর্ঘদিন দিন যাবত কৌশলে দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল পাঁচার করে আসছিল। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে (মামলা নং-১৯) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের ফেইসবুক পেজঃ ট্রাস্টনিউজ২৪