দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ১০ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ২৬ বছর বয়সী এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম এনামুল হক (২৬)। তিনি ওই কওমি মাদ্রাসার শিক্ষক। মেয়েটি তাঁর ছাত্রী।
যৌন নিপীড়নের অভিযোগে মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে মেয়েটি মাদ্রাসায় পড়তে যায়। একসময় শিক্ষক এনামুল হক মাদ্রাসার সব শিক্ষার্থীকে কৌশলে ২০ মিনিটের জন্য বিরতি দেন ও বাইরে থেকে ঘুরে আসতে বলেন। পরে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় মেয়েটি চিৎকার দিলে অন্যরা এসে তাকে উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মামলার পর শিক্ষক এনামুল হককে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪